অনুতাপ
আমার মতো এতো পাপী হয়তো আর কেহ নয়,
একাকী থাকি যখন তখন মনে জাগে শাস্তির ভয়।
শয়তানের প্ররোচনায় হয়ে যায় নানা প্রকার পাপ,
বারবার ফিরে আসি আর বলি প্রভু করোগো মাফ।
ইচ্ছা অনিচ্ছায় জানা অজানা দৃশ্য অদৃশ্য হয় যত,
সেই ভাবে আবার অনুতাপ দিয়ে যায় ব্যথার ক্ষত।
বড় বড় কিংবা ছোট অথবা শিরক কুফরি বিদআত,
ছাড়তে পারি এসব বইতে সৌন্দর্যের আবে হায়াত।
দুই হাত তুলি কায়মনে ডাকি ভিখারিকে ফিরাইওনা,
শূন্য হাতে, দয়াবান দয়ার দরিয়ায় ভাসায়ে দাও না!
তবে আদর স্নেহ ভালোবাসা আটকাতে মায়ার বাঁধন,
এ বাঁধন যাতে ছুটে না যায় দয়াময় তুমিইতো আপন।
প্রবঞ্চক প্রবঞ্চনা দিতে না পারে চাইগো তোমার দয়া,
যত দিন হায়াত দাও পাপ মুক্ত রাখিও পাই যেন মায়া।
কল্যাণপু, ঢাকা।
২৩ সফর ১৪৪৪
২০ সেপ্টেম্বর ২০২২
০৫ আশ্বিন ১৪২৯