অংশীবাদ
জীবনভর অংশীবাদে যারা লিপ্ত
তারা নির্ভেজাল মুশরিক,
নামটি যদিও মুসলিমের মতো
বিশ্বাসে তারা অলীক।
মুসলিম ঘরে জন্ম নিয়েও তারা
এখনো হয়নি মুসলমান!
সঠিক জ্ঞান ঈমান ও আমলে
হতে হয় খাঁটি মুসলমান।
গায়রে মুসলিমের পূজা পার্বণে
গিয়ে তারা চায় সাহায্য!
ওদের কর্মকান্ডে রীতিমতো হই
হতভম্ব অবাক আশ্চর্য!
শিরক কুফরি বিদআত ছেড়ে
মুসলিম হওয়া লাজিম,
আল্লাহ কালামে পাকে বলেন
ইন্নাশশির্কা লাজুলমুন্ আজীম।
মনসুরাবাদ, ঢাকা
৭ অক্টোবর ২০২২
২২ আশ্বিন ১৪২৯
১০ রবিউল আউয়াল ১৪৪৪