অকৃতজ্ঞ

বিভিন্ন মানুষের বিভিন্ন রুপ দিয়েছেন প্রভু
সৃষ্টিতে এতো কারিশমা চিন্তা করেছো কভু!
জিজ্ঞাসা করে মরণের পর জীবিত হবে কি?
নিঃসন্দেহ, আঙ্গুলের ডগাসহ তুমি বুঝো কি?

মহান মালিক যখন বলে হও, তবে সব হয়
বড়ো কিংবা ছোট সবই তাঁহার জ্ঞানে রয়।
মানবজাতি শুধু চায় ধনে মানে হোক মাসুদ
প্রভু বলেন, মানুষ হলো ‘লিরব্বিহি লাকানূদ’।

দুখের পরে সুখ এটাই হলো জীবনের পরিণয়
ঈমান আর আমলেই পাওয়া যায় তার পরিচয়।
মানুষ! আল্লাহর কাছেই তোমাকে যেতে হবে
বিশ্বাস অবিশ্বাসে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে।

যাবে কোথায়, পালাবে কোথায় নেই সুযোগ
তাঁহার দেয়া নি’য়ামত করে সবাই উপভোগ
তাই ডেকে যাই হও সবাই শুদ্ধ খাঁটি বিশ্বাসী
খাদে পড়ো না, যেথায় আছে ধ্বংস বিনাশী।

২৭.০৫.২০২৪


'লিরব্বিহি লাকানূদ' এর অর্থ -তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।