অজা পায় মজা
বাঁশ বাগানের মহারাজা আম বাগানে বাস
শুধু নিজের সুখের জন্য করে ব্যথার চাষ।
ব্যথার চাষে বেশ উন্নতি এতে নাই নীতি
যাঁতাকলে পিষ্ট সবে রয় মনে শঙ্কা ভীতি।
রাজা রক্ষায় রেডি থাকে শত শত সিপাই
আস্থা নয় দৃঢ় আছে যত বন্ধু মিত্র নিপাই।
চামচামির মুখে যত স্তব বচন খই ফোটে
ইনিয়ে বিনিয়ে কথা জমা রাখে দু’ঠোঁটে।
প্রজার মুখে স্তুতি শুনতে লাগে মজাদার!
বিনিময়ে চামচামির রয় না অভাব তার।
রাজার দোষ ধরে প্রজা তার নাই নিস্তার
সর্বত্রই করে এখন নানা অপরাধ বিস্তার।
আমের বাসার রসে আছে মজা আর মজা
কী করে বাসাটি ছাড়ে যখন সে যে অজা।
কল্যাণপুর, ঢাকা।
৩০ সফর ১৪৪৪
২৭ সেপ্টেম্বর ২০২২
১২ আশ্বিন ১৪২৯