অফুরন্ত ভালোবাসা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

কেন যেন মনটা আমার শূন্যতা অনুভব করে,
তুমি পাশে এলেই সুখেরালোতে তা যায় ভরে।

তুমি ছাড়া ঘরখানি কেবলি শুকনো মরুভূমি,
তোমার মুখবয়ব স্মৃতি শান্ত্বনা দেয় আগামী।

তুমি দিতে দুখ তাড়ানো মিষ্টি হাসির ঝিলিক,
দিকে দিকে ছুটে চলে স্মরণীয় সুন্দর ফিনিক।

শশির কিরণ সম তোমার রুপালি সফেদ দন্ত,
ঠোঁটের ফাঁকে কথার ছলে বিকশিত কিয়দংশ।

সোনালী সমাজ গড়তে কর্মতৎপরতা ব্যতিব্যস্ত,
চেষ্টার ভার সোনার মানুষের উপর যদি হয় ন্যস্ত।

মোহনীয়পূর্ণ তোমার প্রতিটি পরশ বুলানো মূহুর্ত,
প্রেমাঙ্গনে আঁটা থাকে চিত্ত থাকে না কোনো শর্ত।

অনুপম অনুভবে উচ্চ মনন কাছে টানে স্বচ্ছতায়,
অচিড় বাঁধনে জড়িয়ে রয় অফুরন্ত ভালোবাসায়।

তোমার মমত্বমাখা ডাগর চাহনিতে কেবলি মুগ্ধ,
অনন্ত প্রেমের আলিঙ্গনে থাক যে শান্ত পরিশুদ্ধ।

ঢাকা কুন্তল মস্তকখানি সুষমা জড়ানো সুশোভন,
এমন মনোভাবের হওয়া সকলের খুবই প্রয়োজন।

সতি পরী পতির জন্য পৃথিবী সমান সম্পদ তুল্য,
উভয় জগতে উভয়ে পায় যেন সম্মান যথার্থ মূল্য।

২৪/১২/২৪
মনসুরাবাদ, ঢাকা।