অধিকার দাও
ভেঙে চুরমার হোক অত্যাচারীর হিংস্র হাত
কাঁচের মতো গুড়ু গুড়ু হোক বিষাক্ত অভিলাষ
আঁধার চোরাগলিতে হারিয়ে যাক দম্ভ অহংকার
অত্যাচারিকে হেদায়াত দেন না মহাপরোয়ার।
দেশে দেশে যারা করে নির্যাতন নিপীড়ন
মারণাস্ত্র বানায় বিলিয়ন ট্টিলিয়ন খরচ করে
এরা আবার মানবতার সবক দেয় অন্যকে
অথচ এদের হাতে লংঘিত হয় মানবাধিকার।
হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ মারছে
মানবতার বুলি আওড়ায় তারা চেয়ে চেয়ে দেখছে
তাদের পাথর হৃদয় গলে না নিরপরাধীদের জন্য
ওরা বাঁচার ও স্বাধীনতার জন্যই শুধু লড়ছে॥
ওরা কি তাদের অধিকারের কথা বলবে না?
ওরা কি অন্যায়ের প্রতিবাদ করবে না?
ওরা কি নি’য়ামতের কথা ছড়িয়ে দেবে না?
ওরা বিশ্বাসী তাই ওদের বুঝি মারতে হবে?
হে বিশ্ববাসী হে সুশীল সমাজ বিবেককে জিগাও!
কেন ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নাও!
স্রষ্টার সামনে দাঁড়াবার আগে অধিকার দিয়ে দাও
মহা আযাব থেকে অতিদ্রুত নিজেকে ফিরাও।
১৮.০৪.২০২৪