কেমন যেন এই সমাজের মানুষ গুলো
সত্যটা নয় ভাবে
মন্দটা নিয়ে ঘাটে
নানা রটনা রটে
সত্য কি না মিথ্যা একটুও যাচাই করে না।
মনে হয় ইহা ছাড়া আর কোন কাজ নাই
নেটপ্রেমে দিন কাটায়
যারে তারে শুধু নাচায়
নষ্টামিটা রয় মাথায়
মূল্যবান সময় হয় নষ্ট কিছুতেই ভাবে না।
খেল তামাশার এই দুনিয়া নয় আপন জনা
খেলোয়াড় খেলে যায়
কেউবা মরে হতাশায়
দেনাপানা চুকে যায়
মরতেই হবে চির দিন কেউ বেঁচে থাকে না।
বিবেকটাকে একটু জিজ্ঞাসা করে দেখ না
বসুন্ধরায় কেন্ আগমন?
মিথ্যা নিয়ে শুধুই বাঁচন্?
কবে হবে সত্য অনুসরণ?
আলমে বর্যখে গেলে কেউ ফিরে আসে না।
কল্যাণপুর, ঢাকা।
২৪.১১.২০২১