নরকের দরজা
দাউ দাউ করে জ্বলছে আগুন, থামছেই না
একাত্তুর হতে বছরে বছরে,
রাখা হলো ‘গেটওয়ে টু হেল’ যার নাম
ভাবা যায়? জ্বলছে কেমন করে?
মিথেন গ্যাসে ভর্তি সেই গহবর
কারাকুম মরুভূমিতে,
ভূতত্ত্ববিদরা খনন কাজ বন্ধ করে
মিথেন বেরিয়ে আসাতে।
গ্যাসে আগুন লাগিয়ে ভেবে ছিলো তারা
অল্প কয়দিনেই নিভে যাবে,
কিন্তু সে আগুন নিভেনি, আজও জ্বলছে
৫০ বছর ধরে একই ভাবে।
মানুষের স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা দিতে
বন্ধ করবে ‘নরকের দরজা’,
তুর্কিমেনিস্তানের রাজা গুরুবাঙ্গলি বার্দিমুখামেদভ
তাঁর এটাই সঠিক পথ খোঁজা।
কল্যাণপু, ঢাকা।
১১.০১.২০২২
সূত্র: আনন্দ বাজার পত্রিকা, ভারত