নোংরামিকে না বলি

বিকৃত চিন্তা মন্দ ভাবনা আজ
কিছু কিছু লোকের মাঝে,
বুদ্ধি বিবেক সম্পন্নদের জন্য
এ সব কি করা সাজে?

যারা চায় সমাজে চালু হোক
প্রকাশ্য মন্দের প্রচলন,
এদের এ কুচিন্তা কিছুতেই
করা যায় না সমর্থন!

যেখানে চলবে নোংরা কাজ
দিতে হবে শক্ত বাধা,
নইলে সমাজ হবে কলুষিত
হৃদ রইবে না সাদা।

একটি জাতি ধ্বংস হয়েছে
যে সব অপরাধের জন্য,
আমরাও সেই অপরাধ করে
কেন হবো তাতে গণ্য?

আল্লাহ যা করেছে হারাম
তারা তা করে হালাল!
মূলত তারা চেতনার নামে
শয়তানেরই দালাল!

স্রষ্টার বিধান প্রকৃত বিধান
তা যথাযথ মানবো,
কুরআন হাদীস বুঝিয়া পড়ে
সঠিক বার্তা জানবো।

এসো বিশ্বাসী এসো বুদ্ধিমান
সদা ঠিক পথে চলি,
সবাই সম্মিলিত আওয়াজে
নোংরামিকে না বলি।

২৯.০১.২০২৪