নন্দিনী
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ওগো নন্দিনী তুমি বন্দিনী
মনের খাঁচায়,
মনোহারিনী প্রিয় সখিনি
স্বচ্ছতা ভাবায়।
তুমি বিনা সব মরু প্রান্তর
করি প্রেম চাষ,
চাষে ফলে সতেজ বাগান
সুখের আবাস।
পরশালিঙ্গনে মায়ারাবরনে
প্রেমাসক্ত হই,
এ বাঁধন যেন খুলে না যায়
সুখে সিক্ত রই।
যদি থাকি দূরে রাখ মোরে
মনের উঠোনে,
স্মরণ আমার খুঁজে ফেরো
প্রশান্ত উনুনে।
অফুরান মমতার জয়গান
গাও সুপ্ত প্রেমে,
সজনে মননে অবিচল রবে
যাবে না তো থেমে
ফুলের সৌরভ মৌ মৌ গন্ধ
স্নিগ্ধতা ছড়ায়,
মিষ্টি মিলনে দুঃখ ভুলিয়ে
মনটা ভরায়।
এমন মধুর কথাসুর আসুক
চলার গতিতে,
যত ভুল সব মুছে দিতে হবে
শোভন প্রীতিতে।
০২/০২/২০২৫
কল্যাণপুর, ঢাকা।