নফসের গোলামী
নফসের গোলামী করে
হারিয়েছি সব,
কামনার পিছনে দৌড়ে
ভুলিতেছি রব।
প্রতিটি কাজে প্রতি ক্ষণে
স্রষ্টাই আমার সব,
তাঁরই উপর ভরসা রাখা
হৃদে হয় অনুভব।
নফসের প্ররোচনা অন্যায়ে
লিপ্ত থাকি নিত্য,
মন থেকে দূরে সরে যায়
সে তো প্রভুর ভৃত্য!
পরীক্ষার পর পরীক্ষায়
হয়ে যাই ব্যর্থ,
তাঁর দয়ারই শুধু আশা
তিনি সর্বশ্রেষ্ঠ।
মানুষের রব তিনিই
মানুষের মালিক,
তিনিই সবার ইলাহ্
একমাত্র খালিক।
হতাশা নয় যদিও পাপ
পাহাড় সমান,
তাঁর দয়া সবার ’পরেই
সদা বহমান।
কল্যাণপুর, ঢাকা-১২০৭।
০৮-মে-২০২২