নদীর ধারে (গীতি কবিতা)
নদীর ধারে ঘুরতে গিয়ে
সূর্যের আলো চোখে,
পড়ল এসে ঝলক মেরে
কে পারে তা রোখে?
নদীর ঢেউ উছলে উঠে
মনটা ভরে যায়,
ধরতে গেলে যায় সরে
হাসি ফোটে মুখে।
ঢেউয়ে ঢেউ ধাক্কা ধাক্কি
শক্তি যোগায় মনে,
জীবন পথে প্রেরণা জাগে
থাকবো কেন দুখে!
নদীর প্রেমে পড়লাম আমি
ভুলতে নাহি পারি,
উদার হয়ে তারই মতো
থাকতে পারি সুখে।
কল্যাণপুর, ঢাকা।
১৮.০৮.২০২২