নব সাজে
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
লেখা: ১৬.০৮.২০২১
সবার কাছে থাকতো যদি
নিখাদ ভালোবাসা
চোখ জুড়াতো মন ভরাতো
যোগাতো মনে আশা।
উপকারে আসতো সবাই
জাগতো চেতনা
সুখের পরশ পাইবার তরে
পেতাম প্রেরণা।
থাকতো যদি দানের মনন
দুঃখ সরে যেত
হাসি খুশি থাকার মাঝে
সুখ খুঁজে পেত।
প্রতিবেশী পরম সাথী
আত্মার আত্মীয়
জীবন যাপন মিলেমিশে
হয় সবার প্রিয়।
সেই সে সময় ফিরে আসুক
আপনাপন কাজে
ফুটবে ফুল গন্ধে অতুল
সাজুক নব সাজে।