নবীর কথা কই
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
নবীর হাদীস জেনে বুঝে
সবাই যদি মানতে
দ্বীনের বুকে আশ্রয় নিয়ে
নিরাপদে থাকতে।
সুখের আসন পেয়ে যেত
দুঃখ সব ভুলতে
ইচ্ছা করে সামনে গিয়ে
সকল ব্যথা রুখতে।
ইচ্ছে জাগে কালিমাকে
উর্দ্ধে তুলে ধরতে
তাওহীদ পথে আসার জন্য
সাহস করে বলতে।
ইচ্ছে গুলো ডানা মেলে
উড়ে উড়ে চলে
এদিক সেদিক ঘুরে ঘুরে
আপন মনে দোলে।
এসো সবাই এক সীমানায়
ঐক্যবদ্ধ হই
কুরআন হাদীস পড়ে পড়ে
নবীর কথা কই।