নবীর অনুসরণ

রাসূলের অপমানে যদি
না কাঁদে মুমিন মন
আত্মঘাতি মনোভাবনা
সাংঘাতিক নির্মম।
মুখে বলি নবী প্রেমিক
অন্তরে নাই স্থান,
ইলুমিনাতির আগ্রাসনে
সত্য থেকে প্রস্থান।
ইলুমিনাতিরা মনমগজ
করে পরিবর্তন,
অপসংস্কৃতিতে হারিয়ে
যাও করিয়া পণ।
আগ্রাসন থেকে বাঁচতে
ছাড়ো অনুকরণ,
আমরণ করতে হবে সতত
নবীর অনুসরণ।
নবী হলেন মানবাদর্শের
শ্রেষ্ঠতম প্রতীক,
একচোখা ইলুমিনাতিরা
কিছুতেই নয় ঠিক।

কল্যাণপুর, ঢাকা।
০৯.০৬.২০২২