নিরন্তর দাওয়াত
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
05।02।2022
জীবনের কত সময় পিছনে ফেরিয়ে
এগিয়ে চলছি সম্মুখ পানে
কতটা ভালো কতটা মন্দ করেছি কাজ
কেউ না জানলেও আল্লাহ জানে।
অতীত ভুলে যেতে হবে বহুদূর এগুতে হবে
যেখান থেকে কেউ ফিরে আসে না
সেখানের জন্য পাথেয় যোগাতে কিছুতেই
আর পিছপা হবো না।
যত আসবে বাধা শয়তানের হিংস্র থাবা
অবিরাম করে যাব কাজ
ধৈর্য হারাবো না মুছড়াবো না যত দিন না
কায়েম হবে কুরআনের রাজ।
সত্যিকারের ভালোবাসা না আসিবে সমাজে
না আসিবে কল্যাণ যত দিন
নিরন্তর দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে
যেতে হবে প্রাণপণ তত দিন।