নির্মম বুলডোজার

সংখ্যালঘু বলেই ভাঙতে হবে ঘরবাড়ি?
চরম হিংসার বহিঃপ্রকাশ,
ন্যায় নীতিতে পড়েছে তালা!
রুপান্তরিত হয়েছে পশুসম জন্তু জানোয়ার!

যে দেশে জন্ম, বেড়ে উঠা, শিক্ষা গ্রহণ!
আবহমানকাল থেকে আজও-
দেশপ্রেমে নয় পিছিয়ে, রাখে অবদান,
তবুও চালাও খড়গ, নির্মম বুলডোজার!

বাড়াবাড়ি কড়াকড়ি অতি বিদ্বেষের প্রকাশ!
অবমাননা ও অপমান করা কোন্ নীতি?
বিবেকে ধরেছে পচন! ছড়ায় দুর্গন্ধ!!
চিহ্নিত করে চালাও অত্যাচারের রোলার!!

বিশ্বমোড়ল! করবে না এর প্রতিকার?
বিবেককে জিজ্ঞাসা করো একটি বার?

কল্যাণপুর, ঢাকা।
২১.০৬.২০২২