নির্মোহ

নির্মোহ জীবন সতেজ আমেজ
সরল হৃদয়ে নিরব আবেগ
চলনে মননে জৌলুস চয়ণে
আছে শান, হয় না পেরেশান।

গভীর প্রেমের প্রাঙ্গনে জড়িয়ে
মমতার দ্বার খোলা ময়দানে
ছাঁই কালো চেহারাতে আলো
দিয়ে ঢেকে, করে যায় আলিঙ্গন।

ভয়ে ভীত থাকে যিনি সব দেখে
তিনি অদেখা জ্ঞানের আধার
সবার উপরে তিনি অতীব শক্তি
মানতেই হবে তাঁর সকল বারণ।

আদেশ নিষেধ জানবে এবং
মানবে হুবহু নয় কাট ছাট
মানব কল্যাণে শীতল ছায়ায়
যত ভালো সব কর সতত ধারণ।

দিবে অকাতরে ভান্ডারে অঢেল
শেষ হয়না, যার নেই শেষ
ভালোবাসাও বিলায় নয় বিনিময়
শক্তিমান হয়ে উঠে সেরা অনুধাবণ।

ভুল হয় কোনো একটু মসিবত
দুঃখ কষ্টের কিছু কিছু আলামত
সামনে রেখে শোধরানোর চেষ্টায়
আদর সোহাগ দিয়ে করে শাসন।

কল্যাণপুর, ঢাকা।
২৫ জুলাই ২০২৩
১০ শ্রাবন ১৪৩০
৬ মুহাররম ১৪৪৫