ট্রয়োলেট (নির্বাচন)
সৎ, যোগ্য, দায়িত্ববান, দেশপ্রেমিক যখন তুমি খুঁজবে,
সততা ও নিষ্ঠার সাথে একটি নির্বাচন আয়োজন করো।
ভোটের মাধ্যমে জনগণ ভাল মানুষটা খুঁজে বের করবে,
সৎ, যোগ্য, দায়িত্ববান, দেশপ্রেমিক যখন তুমি খুঁজবে,
সবাই মিলে দরদমাখা একটি মানবিক দেশ গড়ে তুলবে,
নিরাপত্তা দিতে দেশের প্রতি ভালোবাসা মুক্ত ভাবে ধরো।
সৎ, যোগ্য, দায়িত্ববান, দেশপ্রেমিক যখন তুমি খুঁজবে,
সততা ও নিষ্ঠার সাথে একটি নির্বাচন আয়োজন করো।
কল্যাণপুর, ঢাকা।
২৬.০৭.২০২২