নীতির রাজা
নীতির রাজাই রাজনীতি ভাই
নীতির রাজাই রাজনীতি,
রাজনীতির নামে করছে সবাই
ব্যাপক হারে দুর্নীতি।
নীতির রাজার নেই কোন দাম
যায় করে যায় অকাম,
গলাচিপে ধরছে তারে বাপরে বাপ
ছড়িয়ে মরণ ভীতি!!
ভালোবাসা হারিয়েছে বহু দূরে
পাথর মন মমতা হারায়,
গোপনে আবার দুই হাত ভরায়
অনেকে নিঃস্ব নির্মমতায়।
দুর্বল রাজনীতিকে বানিয়ে পুঁজি
নিতে চায় চির সুখ,
অবৈধ আয়ে অঢেল বিত্ত বৈভবে
মনে আঁকে অর্থ সুখ।
ভুলেই গেছে তার সাথের লেখক
লিখছে বসে কিতাব,
তাই তো সবার সকল কাজের
দ্রুত নিবেন হিসাব।
রাজনীতি করা মানুষের জন্যই
মানবতার সম্মানে,
সেবা পেয়ে ভালোবাসায় তারে
রাখে অন্তর কাননে।
কাজের জন্য কোথাও গেলে
হতে হয় হয়রানি,
যেদিকে যাই শুনিতে পাই
কোথাও নেই সুনীতি।
এরই নাম কি রাজনীতি???
কেউ কি জবাব দিবেন কী?
কল্যাণপুর, ঢাকা।
০৪.০১.২০২২