নয়ন আমার সিক্ত করো দয়াময়
অন্তরে ভরে দাও শুধু তোমার ভয়।
তোমার বিরহে ভারাক্রান্ত হই সদা
তোমার টানে মসজিদে দেই সেজদা।
‘সামিউম্ বাছির’ তুমি মহান আল্লা’
ভালো মন্দ মাফার জন্য বানালে পাল্লা।
মুসলমান না বানিয়ে মারবে না হে
মুক্তি পাবে সে জন ঈমান আনিল যে।
তাওহীদ হোক গলার মালা প্রত্যাশা
করি তাই তো তোমার কাছাকাছি আসা।
নেকেতে প্রতিযোগীতা করি পরষ্পর
সকল বিষয়ে করি তোমাতে নির্ভর।
‘ইয়াওমিদ্দীনে’ হোক সহজ হিশাব
ডান হাতে দিওগো আমলের কিতাব।
১৮.০৪.২০২৪