নারী মুখে

নারী মুখে সিগারেট দেখা
কেমন কেমন লাগে!
হাতে থাকে মদের বোতল
খুবই খারাপ লাগে!

নগ্ন দেহে থাকলে নারী
পশু থেকেও অধম!
সমাজ তারে ঘৃণায় রাখে
সবার কাছে মদন!

নারী হলো ঘর সংসারে
সম্মানেরই প্রতীক!
অশালীন ভাবে রাস্তা চলায়
কুনেত্রে দেখে পথিক!

নারী হলো ফুলের মতন
সুরভিত সুবাস,
সমাজ বুকে গড়বে নারী
মমতারই নিবাস!

এসো নারী মর্যাদা নিয়ে
ভালো কিছু ধরো,
মন্দ যত আসবে ভেসে
দূরে ছুঁড়ে মারো!

সিগারেটের ধোঁয়া কারো
কাছে নয় সুখকর!
সুন্দর প্রাণে ছড়াবে ঘ্রাণ
নিরাপদ সরোবর!

নারী হলো সুষ্টিকর্তার
অপরুপ সৃষ্টি,
সমাজ সংস্কৃতিতে নারী
অনুপম কৃষ্টি।

নামি দামি পোশাক পরেও
পোশাক পরা নয়?
স্বর্গের সুগন্ধ পাবেনা তারা
হাদীস পাকে রয়।

কল্যাণপুর, ঢাকা।
১১ সেপ্টেম্বর ২০২৩
২৭ ভাদ্র ১৪৩০
২৫ সফর ১৪৪৫