নারী হলো
নারী হলো কোনো না কোনো পুরুষের স্ত্রী
নারী হলো আঁধার সরিয়ে বৃদ্ধি করে সুশ্রী।
নারী হলো সন্তানের কাছে মমতাময়ী মা
নারী হলো সাজানো গোছানো অনুপমা।
নারী হলো ভাইয়ের কাছে আদরনীয় বোন
নারী হলো বেদনা দূর করার মনোহরী বন।
নারী হলো মামার কাছে পরম স্নেহের ভাগ্নী
নারী হলো চাচার কাছে অনন্য সুখ সুনামী।
নারী হলো কারো কারো আদরের মিষ্টি দাদী
নারী হলো মায়া মমতায় ভরা প্রিয়তমা নানী।
নারী হলো পরিবারের উন্নয়নে দীপ্ত প্রভাকর
নারী হলো অনুপ্রেরণায় সাহস যোগায় নিরন্তর।
নারী হলো সংসার পরিচালনায় দক্ষ সম্ভার
নারী হলো কঠোর পরিশ্রমের আলোকাধার।
নারী হলো অন্তর জগতের নিখাদ সুখ শান্তি
নারী হলো সহযোগী তাড়াতে যত ভুল ভ্রান্তি।
নারী হলো আদর্শ পরিবার গড়ার কারিগর
নারী হলো আল্পনায় আঁকা পরিপাটি বাড়ি ঘর।
নারী হলো কষ্টের মাঝেও সুখের আঁচড় পাওয়া
নারী হলো কারো কাছে কোনো কিছু না চাওয়া।
নারী হলো আল্লাহ তাআলার মনোরম সৃষ্টি
নারী হলো সবার জন্য রহমতের বৃষ্টি।
নারী হলো আকর্ষণীয় ফিগারে মধুমাখা সুকণ্ঠা
নারী হলো অপরের আড়ালে যেতে দেয় ঘোমটা।
সুতরাং নারীকে সম্মান করো ভালোবাসা দাও
আন্তরিকতা আর সৎ সরলতায় তুমিও সম্মান পাও।
কল্যাণপুর, ঢাকা।
০২ রবিউল আউয়াল ১৪৪৪
২৯ সেপ্টেম্বর ২০২২
১৪ আশ্বিন ১৪২৯