নাবিলা মোনালী
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

মিষ্টি মুখে মিষ্টি কথা
সুন্দর ব্যবহার,
বিলায় সদা সবার মাঝে
উত্তম উপহার।
মানব সেবা পরম ধর্ম
মনে মনে পোষে,
মানবিক কাজে সহায়তা
করে মনের জোশে।
নার্সিং পেশা একটি নেশা
মূল্যবান কাজ,
সেবা পেয়ে খোশ মননে
পরায় মুন্ডে তাজ।
সেবা দিতে ক্লান্ত হয় না
হৃদয়টা সোনালী,
প্রেম বিলিয়ে তৃপ্ত থাকে
নাবিলা মোনালী।

মনসুরাবাদ, ঢাকা।
১১.০৫.২০২৩