মুসলিম জাতি
মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি
শ্রেষ্ঠ নবীর উম্মত,
বিশ্বময় যার প্রভাব বলয়
জাগে ঈমানী হিম্মত।
তাওহীদ যার গলার হার
সম্মান তার উচ্ছ্বাষ,
রিসালাত মেনে জীবন গড়া
আখিরাত হবে উদ্ভাস।
দুনিয়াকে ভাবে ক্ষণকালের
একটি বটের ছায়া,
কিছু সময় কাটিয়ে আবার
ছাড়তে হবে মায়া।
গন্তব্যে পৌঁছতে কঠিন শ্রমে
সারাক্ষণ রয় ব্যস্ত,
স্রষ্টার উপর ভরসা করে সব
তাঁর কাছে হয় ন্যস্ত।
তাকওয়া নামক পোশাক পরে
নিজেকে যারা সাজায়,
নিজের জন্য যা প্রয়োজন তা
স্রষ্টার কাছেই চায়।
ইসলামের ছায়ায় যে কেউই
আশ্রয় যদি চায়,
সাগ্রহে তারা মুসলিম জাতির
অন্তরে স্থান পায়।
মানুষের উপর সাক্ষী হবে
মধ্যম জাতি হয়ে,
রাসূল সা. হবেন সাক্ষীদাতা
মুমিনের পক্ষ লয়ে।
উন্নত জীবন যাপনের জন্য
বাছাই করেছেন,
কঠিন বিধান না দিয়ে তাই
সহজ দিয়েছেন।
কল্যাণপুর, ঢাকা।
২৭ ও ২৮ জুন ২০২২