মুমিনের প্রাণ
কুরআন হলো মুমিনের প্রাণ
রাখি ভালোবাসা মহাসম্মান
যদিও ঝরে লাল রক্ত
তাতে ঈমান হয় শক্ত।
মিথ্যাচারের কাজ ও
কুরআনের অবমাননা
সইবে না কোনো দিন
যে জন খাঁটি মুসলমান
জিহাদ হলো তার শীর্ষ স্থান।
থামো! থামো এবার!!
ঈমানহারা হে দুশমন
আক্বল জ্ঞান নাই কোনো?
কুরআনের বিধান নড়ে না-
নড়াতে পারেনা কেউ কোনদিন
যতই হোক সে মহা শক্তিমান।
জগতের স্রষ্টা যিনি
তোমার স্রষ্টাও তিনি
তিনিই তো পাঠালেন কুরআন
বুঝে পড়ো এ পবিত্র কুরআন
মেনে চলে, আর করে আহবান
জগতে সেই হয় অতীব মহান।
কুরআন আসমানী কিতাব
নয় কোনো মানব থেকে আগমন
তারপরেও কেনো করো অপমান?
শাস্তির গহবরে হবে তোমার স্থান!
ইহা উজ্জ্বল রশ্মি আলোক প্রভা
আঁধার তাড়াতে
প্রভাত আনতে
ছড়ায় চারদিকে দীপ্ত আলোরবান
ইহা আল্লাহর জারি করা ফরমান!
বুঝার পরেও করো তারে অপমান?
কল্যাণপুর, ঢাকা।
১৫.০৩.২২