মুখোশ

নিজের ঘাড়ে পড়লে ঠুসি
নড়ে চড়ে বসে।
রাগের মাথায় তখন তারে
ঘুসি মারে কষে!

অন্যের উপর সে অন্যায়টি
চেয়ে চেয়ে দেখে।
প্রমোট করে লোভে তারে
মুখে হাসি মেখে।

গদির আরাম এতই তরল
মজা লাগে মজা।
অপরাধী সে সুযোগে পায়
মধু মন্ডা গজা।

মুখোশ পরে দোষের কথা
কেউ তো জানে না।
গোপনকারী প্রকাশ করলে
কিছু করার থাকে না।

উইপোকা ঢিবি থেকে এলে
মরণ তাড়া করে।
অপরাধের সীমা ছেড়ে গেলে
মুখোশ খুলে পড়ে।

যে জানার নয় সেও জানে
মহা একটি সাজা!
রাজার উপরও রাজা আছে
মনে রেখো তাজা!

সোজা লাইনে চলতে হলে
সত্য শপথ নাও!
তবেই সবাই প্রেম বিলাবে
তাঁরে কাছে পাও!

যা-ই করেছ ঢের হয়েছে
এবার একটু থামো।
কেউ কারো বোঝা বইবেনা
নিজে হিসাব টানো।
------------------------
কল্যাণপুর, ঢাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৩
২৯ ভাদ্র ১৪৩০
২৭ সফর ১৪৪৫