মুগ্ধতা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

অবোধ সবাই ছুটছে পথে
যেখানে সব শূন্যতা,
মন্দ সেথায় জড়িয়ে আছে
তাকে নিয়েই কেউবা নাচে
খুঁজে পায়না পূর্ণতা।

জ্ঞান থেকেও বিবেক হারা
ভরে তাতে সব জড়তা
চিন্তা শক্তি না খাটিয়ে
ছুটে চলে আগ বাড়িয়ে
মন্দ পথের অভিনেতা।

মিছেমিছি অভিনয়ে ডুবে
ভরিয়ে দিয়ে হৃদ্যতা
রং বেরঙের কথামালায়
মনটা সাজায় নাট্যশালায়
ঢেকে রাখে বক্রতা।

সত্যের আলো ডেকে বলে
তালাশ করো শুদ্ধতা
জোছনা রাতের আলোকচ্ছটায়
আঁধার কালো যেনো হারায়
ভালোবাসা হোক মুগ্ধতা।

মনসুরাবাদ, ঢাকা।
০৮.০৭.২০২৩