মরণের পর
মরণের পর পাবে এমন ঘর
কেউ হবে না সাথী,
বাঁশের কঞ্চি মাটির বেড়ায়
রাখবে শোয়ায়ে পাতি।
প্রিয়জন আছে যত ধন সম্পদ
কিছুই যাবে না সাথে,
বানিয়ে বড় বড় দালান কোঠা
হয়েছে কি তাতে?
দেহ থেকে রুহ বেরিয়ে যাবে
ইল্লিয়্যিন নামক স্থানে,
মন্দ কাজের রুহ চলে যাবে
সিজ্জিন নামক স্থানে।
থাকবে না এসির শীতল বায়ু
নরম কাঁথা বালিস,
থাকবে না পাইক পিয়াদা যারে
যখন তখন ডাকিস!
প্রাণ থাকতে প্রাণের মূল্য দাও
করবে না তার ক্ষতি,
ঈমান আর খাঁটি আমলেই
খুঁজে পাবে মূল জ্যোতি।
২৯.০৪.২৪