বিবেক খুলিয়া নাহিবা ভাবিয়া
অন্ধকারে ডুবেছি হায়!
নানামুখী কাজে থাকি ডুবিয়া
এভাবে দিন কেটে যায়।
বাবা-মা, ভাই-বোন কত প্রিয়জন
দুনিয়া থেকে নিয়েছে বিদায়,
কখন যে আমার এসে যাবে পালা
থাকি সবসময় অপেক্ষায়।
গোরস্থানে কতজনে দিয়েছি কবর
চোখের অশ্রু ঢালিয়া,
ধন সম্পদ সবাইকে রেখে একদিন
আমিও যাব চলিয়া।
প্রতিদিন বাগানে নানা রঙ্গের
যেই ফুল ফোটে,
কিছুদিন পর সেগুলো আবার
ঝরে যায় বটে।
মরণ আসার আগে হে মানুষ
পরিশুদ্ধ করিও মন,
ভালো কাজের দ্বারা শান্তিতে
আসুক সুখের মরণ।
তিনটি প্রশ্ন করবে কবরে
ফেরেস্তারা আসিয়া,
সঠিক উত্তরদাতা জান্নাতি
সুখে যাবে ভাসিয়া।
পাপের কাজ দ্রুত ছেড়ে দাও
তাক্বোয়া রেখে মনে,
কষ্ট দিওনা কাউকে তোমরা
কোন দিন কোন জনে।
কল্যাণপুর, ঢাকা।
২৪-০৮-২০২১