মরণ আমার এত কাছে থাকে আমার সাথে
উঠতে বসতে সকাল সন্ধ্যা রাতে
আমি চলছি ফিরছি সবই করছি তাকে সাথে নিয়ে।
যেতে হবে ডাক পড়িবে সঠিক সময়ে।
দাও প্রভু দাও সঠিক দিশা
দূর করে দাও অমানিশা
আপন পথে চলতে পারি ঈমান আলোয়ে।
তোমার হুকুম মানতে পারি
খারাপ কাজ ছাড়তে পারি
জীবন যাপন করি যেন সদা তোমার ভয়ে।
কথায় কাজে মিল দাও ওগো
তোমার ছায়ায় আশ্রয় চাই গো
ভালো দ্বারা মন্দ স্বভাব যায় যেন সব ধুয়ে।
হিসাব নিও সহজ করে
দুহাত তুলি তোমার তরে
মস্তক আমার তোমার সামনে যায় যেন যায় নুয়ে।
তোমার খুশি হোক আমার খুশি
যেন ভাবনা চিন্তায় নিত্য পুষি
তোমার স্মরণ থাকুক দৃঢ় আমার হৃদয়ে।
হে দয়াময় দয়া করো
আদর করে ক্ষমা করো
ঈমানের সাথে মরণ যেন আসে নির্ভয়ে।
বেশি বেশি চাওয়া পাওয়া
কবর তক্ চলে যাওয়া
পেট ভরে না মন ধরে না এত এত পেয়ে।
অল্পতে তাই তুষ্ট থাকা
মন মানসিকতা পুষ্ট রাখা
মরতে হবে সবাইকে তাঁর গুণ গান গেয়ে।
মনসুরাবাদ,ঢাকা।
লেখাঃ ২৯.০৭.২০২১