মন রাখা কথা

ঘুম নেই চোখে নানা চিন্তা আসে
মনে মনে ভাবি নদে খেয়া ভাসে।
খেয়া পার হতে কর ভালো কাজ
ভালো কাজ নিয়ে আসে সুখ রাজ।
সুখ রাজ আলো দেয় দিকে দিকে
সেই সাথে  দুখ গুলো উঠে শিকে।
এসো মিলে মিশে থাকি এক সাথে
ঈর্ষা ভুলে যাই প্রেম দিয়ে তাতে।
মনে পোষো খাঁটি প্রেম সত্য ব্রত
খুশি হবে রব দিয়ে দয়া যত।
ঘুম আসে সুখ ভাসে চিত্তে নিত্য
ভয় নেই ক্ষয় নেই সুখে সিক্ত।
আশা রাখো পেতে প্রভু থেকে ক্ষমা
পেয়ে যাবে চির সুখ অর্ঘ্য জমা।

মনসুরাবাদ, ঢাকা।
১৬.০২.২০২৩