মহীয়ান

বিশ্ব জাহান তোমার দান হে মহা মহীয়ান
বসবাসের জন্য প্রাণীকুলকে দিলে স্থান।

খায় দায় ঘুমায় জমিনের সকল প্রাণী
তুমি খালেক তুমি মালেক তা সবাই জানি।

সাজিয়েছো মহাবিশ্ব তারকারাজি সূর্য দিয়ে
গবেষণা চলে জ্ঞানীদের মাঝে এসব নিয়ে।

গাছপালা তরুলতা নদী সাগর ভূ-সাজালে
এ সব দিয়েছো আর তুমি রইলে আড়ালে।

বিশ্বাসীরা বিশ্বাস করে তুমি ছাড়া কেউ নাই
মানুষে মানুষে এক অভেদ সকলি ভাই ভাই।

রাসূল পাঠালে তোমার বড়ত্ব করতে প্রচার
সকল কষ্ট সইলেন ছিলেন দ্বীনের রাহবার।

সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী ছিলেন নবী
মুমিনেরা আঁকেন মনের ভিতর প্রেমের ছবি।

তবুও কত জন মানে না তোমার দেয়া বিধান
সবাইকে প্রতিপালন করো তুমি দয়ার নিধান।

মরণের পরে সবার জন্য বসবে বিচারাদালত
মুক্তি পাবে তারা যারা করবে একনিষ্ঠ ইবাদত।

০৪/০৫/২০২৪