পরিবার ইউনিট, সমাজ জীবনে
সুষ্ঠু ভাবে গড়ে তোলা, সবার কল্যাণে।
দায়িত্ব পালন করা, যথার্থ নিয়মে
হকুক আদায় করা, পরিপূর্ণ প্রেমে।
সুশিক্ষিত করে গড়া, উত্তম সন্তান
বাবা মায়ের উপর, বর্তে শিক্ষা দান।
সমাজের মানুষের, সাথে ভাল ভাব
তৈরি করে নেয় যারা,পড়ে সে প্রভাব।
সুভ্রতা ছড়াবে এতে, সুখ পেতে তাতে
এমন আলোতে দুখ, দূর হয় যাতে।
দেশপ্রেমিক হোক না, মোদের সন্তান
মানবতা জাগাবে যে, নয় অপমান।
ওগো মা বাবা সকল, প্রিয়তম মোর
চেষ্টা সাধনায় ফের, আসুক সুভোর।
লেখা : ০৩.০৭.২০২১