মিথ্যাতে খুশি

সত্য বাকে মন ভাঙে
মিথ্যাতে হয় খুশি
মিথ্যা দিয়ে যদিও
গালে মারে ঠুসি।

মিথ্যা কারো শক্তিবল
সত্য গোপন রাখে
আঁধারে ভয়ের চোঁটে
বিকট জোরে হাঁকে।

কল্যাণপুর, ঢাকা-১২০৭।
২৮.০৩.২০২২