মিথ্যা তরী
মিথ্যা তরী বেয়ে বেয়ে
আর কত দিন চলবে!
মিথ্যার সাথে প্রীতি রেখে
কত কি যে বলবে!
মিথ্যা চর্চার এই বাহানা
করবে কদিন করবে!
বাঁচার জন্য আর কতকাল
শয়তানি লেজ ধরবে!
মিথ্যা তাদের মনের ভাষা
কাজ কর্মেও তাই!
মিথ্যাকে বানায় বন্ধু আপন
সত্যের লেশ নাই!
মিথ্যা তরীতে চড়া মানেই
বিনাশ হওয়াই কাজ!
মিথ্যা সরিয়ে এসোনা গড়ি
একটি সুন্দর সমাজ।
কল্যাণপুর, ঢাকা।
০৬ জুন ২০২৩
২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
১৬ জিলকদ ১৪৪৪