মিরাজ এক অলৌকিক কুদরতি
বাস্তবিক নিদর্শন
জিবরাইল আমীনের আনুকূল্যে
রাসূল করেন দর্শন।
মহান আল্লাহর দর্শনে রাসূল
পান অদম্য সাহস
সাহাবীদের নিয়ে সমাজ নির্মাণ
সত্যের জয়োল্লাস।
সশরীরে রাসূল পেলেন দেখা
মিরাজের রাতে
প্রেমের আবেশে উভয়ে মুগ্ধ
সালাত এল সাথে।
সালাত কায়েম ভরসা রাখা
সব সময় আল্লাহতে
বাবা মায়ের খেদমত করার
হুকুমও আছে তাতে।
প্রভুর আদর মমতা পেয়ে
উপশম হলো কষ্ট
নবী প্রিয়তম পথ-পাথেয়
দৃঢ় বিশ্বাস যথেষ্ট।
মুমিন ভালোবাসে আল্লাহ-রাসূল
অসঙ্কোচে রাখে বিশ্বাস
মিরাজ সত্য আপতন ঘটনা তাই
মুমিনের জাগে উচ্ছাস।
মিরাজের শিক্ষায় গড়ব জীবন
দ্বীনের পথে অবিচল
শত্রুুর ভয়ে পিছুটান নয় কোন
আমল হবে অবিকল।