মিয়া বাড়ির মিয়ার ছেলে কলেজের প্রফেসার
খ্যাতিতে সুনামে বিখ্যাত চারিদিকে নাম ডাক তার।
সুখের জীবন গড়তে করেছে বিয়া শিক্ষিত এক মেয়ে
মেয়েতো নয় যেনো দজ্জাল বড় বড় চোখে থাকে চেয়ে।
গ্যানগ্যানানি ফ্যানফ্যানানি ঘরে লেগেই থাকে সারাক্ষণ
প্রফেসার সাব ঘরে এলেই শুরু হয় কথার বরিষণ।
অর্থ কড়ির নয়কো অভাব অভাব শুধুই ভালোবাসার
জোড়াতালি দিয়ে কোনোমতে চলে তাদের জীবন সংসার।
প্রফেসার সাহেব একটু হিসাবি করতে চায় না অপচয়
হিসাব করে চলা ঘরের গিন্নির মোটেই পছন্দ নয়।
এই নিয়ে চলে যখন তখন হইচই নির্মম মনোজ্বালাতন
সভ্যতার সুলগনে তাদের মনটা রয়ে গেল সনাতন।
কেউ কারো কাছে হারতে চায় না জিতাই থাকে লক্ষ্য
খুঁটিয়ে খুঁটিয়ে বাহির করে ঝগড়া করার নানা উপলক্ষ্য।
যাপিত জীবন বিভীষিকাময় তবুও মাঝে মধ্যে হয় সমঝোতা
ফুলেল সুবাস বিকশিত হয়ে নিয়ে আসে সংসারে মুগ্ধতা।
এই মুগ্ধতা দেখে আত্নীয়-স্বজন প্রতিবেশী হন বিষম খুশি
সবার আশা কাটুক সদা সুখে তারা ছড়াক প্রেম রাশি রাশি।
সংকীর্ণতা হীনমন্যতা পশ্চাদপদতা কারো জন্য নয় শোভন
সবাই সবারে মর্যাদা দিয়ে অধিকার দিয়ে মনটা করুক সুশোভন।