মাটির উপর

মাটির উপর লাফালাফি করে
না বুঝিয়া খারাপিটা ধরে!
চলে বলে মনে মনে ভাবে
চেয়ে নিল পেয়ে গেল খাবে!

মাটির তলে ঘুম পাড়াবে যখন
দয়াল ছাড়া কাকে পাবে তখন!
শরীর ছিলো শক্তি ছিলো তাহার
শোভা ছিলো ছিলো নানান বাহার!

ভালো কাজে মন ছিলো না তার
নেচে গেয়ে খেলে হলো দিন পার!
বুদ্ধি জ্ঞানের সাথে ছিলো হেলা
মন্দ বোঝা নিয়ে খা’ তব ঠেলা!

কল্যাণপুর, ঢাকা।
২৪-জানুয়ারী-২০২৩
১০-মাঘ-১৪২৯
০১ রজব ১৪৪৪