মানুষ হতে হলে জানতে হবে
স্রস্টার দেয়া শিক্ষা
শিক্ষক শিক্ষার্থী সবাই পাবে
সত্য পথের দীক্ষা।
শুধু সিলেবাস নয় মানুষ হতে
চাই বাস্তব রুপায়ণ
বছর শেষে সার্টিফিকেট দিলেই
নয় সঠিক মূল্যায়ণ।
কৃষ্টি কালসার সভ্যতার বিকাশে
চাই সামাজিক প্রতিফলন
অভিভাবক ও তার অধীনে যারা
করবে পূর্ণ অনুসরণ।
সরকার তথা তার অনুগামীরা রবে
করতে প্রেমময় মনিটর
যেখানেই খুঁত সেখানেই সংশোধন
হবে সে দক্ষ ভিজিটর।
লেখা: ১১-অক্টোবর-২০২০ ইংরেজি