মানতে হলে
মানতে হলে জানতে হবে
ঐশী বাণী কুরআন,
জ্ঞান আহরণে বুঝতে হবে
হাদীসের ফরমান।
রাসূলের চরিত্র ছিলো যেমন
অবিকল কুরআন,
তাঁর পবিত্র চরিত্রের প্রভাবে
সবাই আনলো ঈমান।
মুসলিম হয়ে জাহালত থেকে
আলোর পথে এলো,
রাসূলের অনুপম পরশে এসে
সঠিক দিশা পেলো।
একটি সমাজ আলোময় হয়ে
থেমে গেলো উৎপাত,
মুছে গেলো সব খারাবি আর
পাপ হলো উৎখাত।
সত্য আসাতে মিথ্যা পালালো
সত্যের হলো জয়,
বিজয়ে সবার সাড়া জাগালো
মনে আল্লাহর ভয়।
কল্যাণপুর, ঢাকা।
২১ নভেম্বর ২০২২
০৬ অগ্রহায়ণ ১৪২৯
২৫ রবিউস সানী ১৪৪৪