মানব যেমন

মানব যেমন সুখের মানবী, খোঁজে মনের আয়নায়
মানবীও খোঁজে তেমন মানব, চিত্ত সুখের কামনায়।
মানব মন একা একা থাকতে ও চলতে পারে না
মনের মতোন সঙ্গী খোঁজে, পায় আবার পায় না।
হতাশা যখন তখন চায় আশার আলো জ্বালাতে
আরো চায় ফুলের মতন শুদ্ধ সকল দুঃখ ভুলাতে।
দরদ মাখা হাসির ঝলক ভুলাতে পারে মনের বায়না
আনতে পারে ফাগুন আলোতে চিত্ত সুখের আয়না।

কল্যাণপুর, ঢাকা।
০৯-জানুয়ারী-২০২৩
২৫-পৌষ-১৪২৯
১৫ জমাদিউস সানি ১৪৪৪