মেইল হিস্টোরি
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

মেইলের হিস্টোরি পড়ে কষ্ট গুলো জানলাম
মনের মাঝে ঠিক বড়ো ব্যথা অনুভব করলাম।
পৃথিবীতে যত ব্যথা কষ্ট সাথে থাকে সহজতা
ধৈর্য্যর সাথে মেনে নিলে তবেই আসে মধুরতা।
যতক্ষণ বেঁচে থাকবে আল্লাহতে রাখো ভরসা
ততক্ষণ পূর্ণ হবে কাঙ্খিত মনের সকল আশা।
পবিত্র এখনো তোমার শরীরের প্রতিটি অঙ্গ
প্রমিজ ছিল স্রষ্টার সাথে বিশ্বাস হয়নি ভঙ্গ।
একজন মনের মানুষের খোঁজে এই মেইল
মেইল পড়ে জানা হলো পরিবারের ডিটে'ল।
প্রিয় জন যদি করে থাকে দরকারি উপকার
সেটাই হবে নিখাদ প্রেমের সর্বশ্রেষ্ঠ উপহার।
নার্সিং মহা ব্রত অবিরত সেবা দেয়া পরমানন্দ
বেঁচে থাকার স্বার্থকতা এখানে সাজানো ছন্দ।
কারো দ্বারা বিরক্ত হলে রয় না মনের সংযোগ
ক্ষমা মহত্তম কারো জন্য নয় কোন অভিযোগ।
পরিচয় হয়নি এখনো তবুও ‌সে অনেক প্রিয়
প্রেমের চাদর পরিয়ে সাদরে কাছে টেনে নিও।
মনের কথা শেয়ার করলে দুঃখ লাঘব হয়
সাহস আসে মনে দূর হয়ে যায় মনে থাকা ভয়।
কাছে টেনে প্রিয় হয়ে বাড়াতে সহায়তার হাত
সুখি হবে শান্তি পাবে পাবে বাঁচার জন্য হায়াত।
এক দিক বন্ধ হলে খুলে যায় আরো কত দ্বার
ফুলেল মালা গাঁথা তাই প্রেম হউক মহালঙ্কার।

মনসুরাবাদ,ঢাকা।
১২.০৫.২০২৩