মধুময় ঘর
ডাগর নয়ন নতুন চয়ণ সুখের আবেশ যেন
সুরের মাসুল করতে উসুল ভালোবাসা পাই হেন,
একটু ছোঁয়ায় প্রেমের মায়ায় চমকে দেয়ার আলো
গয়না পরায় মনটা হারায় তাড়ায় আঁধার কালো।
আলোক ধারণ নিভাতে বারণ মধুময় হলো ঘর
সবাই আপন গরম পাপন কেউ নয় কারো পর,
প্রশমিত মন পেয়েছে সে ধন খুঁজিয়া পাইল শশী
হাসি মাখা মুখে পরম সুখেতে শীতল আবহে পুষি।
আদর সোহাগে মায়ার বাঁধনে গড়িতে বিশাল চিত্ত
ভালোবাসাময় গোলক বলয়ে থাকিবার চায় নিত্য,
আকাশ যেমন উদার তেমন মানবতা হোক বড়
ভেদাভেদ নয় সুমধুর হয় তেমনি সমাজ গড়।
কল্যাণপুর, ঢাকা।
২২ নভেম্বর ২০২২
০৭ অগ্রহায়ণ ১৪২৯
২৬ রবিউস সানী ১৪৪৪