লুফে নাও সুখ
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ভালোবাসা ঝরে অবিরাম বৃষ্টি
ক্লান্ত দূর করে আহা কী মিষ্টি!
ব্যর্থতা নিয়ে আসে সফলতা
এখানে জড়ো হয় যত মধুরতা।
মধুরতায় মধুময় জীবন সুন্দর
মনোহরী মধুবন সরায় অসুন্দর।
শীলও গলে পবিত্র ভালোবাসায়
মনোরম মুগ্ধতায় বেদনা হারায়।
যে রয় না তাকে নিয়ে কেন দুখ
যে রবে তার থেকে লুফে নাও সুখ।
মনসুরাবাদ,ঢাকা।
০৭ মে ২০২