নন্দিত ললনা সুরভিত প্রেরণা
এগিয়ে যায় সম্মুখে
সম্মান মর্যাদা দিয়ো গো সর্বদা
কাটায় অনন্ত সুখে॥
প্রলুব্ধ হৃদয়ে প্রেমাঞ্জলে প্রণয়ে
সুদৃঢ় বাঁধনে রয়
বিধির আলোকে বিকশিত ঝলকে
সত্যালাপ শুধু কয়।
পোশাকি অবয়ব সুমিষ্ট কলরব
সুমার্জিত রুচিশীল
জ্ঞানে ও গুণে মুগ্ধতা দু'নয়নে
দূরীভূত মুশকিল।
সমাজের সব স্তরে মূল্যায়ণ করো তারে
নয় কোন অবহেলা
মমত্ব ভালোবাসায় সব কিছু যেন পায়
পূত পবিত্র নির্মলা।
সুললিত নন্দিনী তুমি তো নও বন্দিনী
সমাজ সংস্কারক
মেধা ও প্রতিভায় পরম স্নিগ্ধতায়
ছোঁয়াতে হৃদয় পুলক॥
যথার্থ অধিকার দাও সব পরিবার
মানবতা রবে অম্লান
গড়বে আদর্শবান নিজেরই সন্তান
করে যায় আলো দান॥
ললনার অবদান রাখিবে অনির্বাণ
তেজোদীপ্ত অনলে
ভুলিওনা ললনা প্রাণ ভরে ডাক না
যাতে সে দুঃখ ভুলে।