লজ্জা যদি
লজ্জা যদি না থাকে
বিবেক লোপ পায়,
পশুর মতো আচরণ
তখনই করা যায়।
গাঁয়ে মানে না মোড়ল
সেজেছে কেউ কেউ,
চোরের মতো চরিত্রটা
কুত্তা করে ঘেউ ঘেউ।
পাথর মন সারাক্ষণ
মায়া মমতাহীন,
তোঁষো তোঁষো করে
শোধ করে ঋণ।
অবৈধ আবদার পূরণ
করে নানা ভাবে,
অজুহাত যত সামনে
রাখে সেই ভাবে।
হায়ার অভাবে স্বভাব
নষ্ট আর নষ্ট,
চারদিকে আছে কেবল
ভ্রষ্ট আর ভ্রষ্ট।
১৫-০১-২৪