লছমী
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

বাস্তবতা আর অভিনয় মোটেই এক নয়
অভিনয়ে শুধু বাস্তবতাকে তুলে ধরা হয়।
কজনে অভিনয় থেকে শিখার চেষ্টা করে!
আজকাল মন্দটা শক্ত করে আঁকড়ে ধরে।
একসময় অভিনয়ে ছিল শিষ্টতা শালীনতা
এখন অভিনয়ে বিষয়বস্তু থাকে অশূচিতা।
রুচির মহামারি দেখা যায় কিছু অভিনয়ে
রুপ প্রকাশ করে তারা অরুচির পরিচয়ে।
শ্রম সময় ঠিকই ব্যয় করে এসব কাজ কর্মে
সত্যিই তারা কিছু দিতে পারছে সমাজ ধর্মে?
নারী হলো পরিবারের আলোকবর্তিকা শুদ্ধ
নগ্ন অবয়বে তুলে ধরে কিছুতেই নয় বিশুদ্ধ।
পরিপুষ্ট পরিপালনে নারী পিতা মাতার মান
স্রষ্টাই তাদের দিয়েছে এত বড়ো যশ সম্মান।
না বুঝিয়া তারা অন্যের কাছে ভোগের পন্য
তাদের ইজ্জত রক্ষায় হতে পারে সবাই ধন্য।
আহ্বান করি খাদিজা ফাতিমা মত হও নারী
পূত পবিত্র গড়তে পারো সকলের ঘর বাড়ি।
অভিনয় অথবা যে কোনো কাজ করো তুমি
আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভুলনা লছমী।

মনসুরাবাদ, ঢাকা।
১৯.০৫.২০২৩