লেখক ও পাঠক
আবেগ দিয়ে মন্তব্য করা
পাঠকের কাজ নয়,
বুঝে শুনে মন্তব্য করলে
লেখক উপকৃত হয়।
সমালোচনা পর্যালোচনা
লেখার মান বাড়ায়,
আরো ভালো লিখতে
লেখক প্রেরণা পায়।
পাঠকের প্রতি সুখেরাশা
একজন লেখক করে,
লেখার মান উচ্চে নিতে
কলমে শব্দ ঝরে।
লেখক পাঠক পরষ্পরে
প্রেমের রশিতে বাঁধা,
এই বন্ধন আলাদা হয় না
যদিও আসে বাধা।
সবাই সবার কাছাকাছি
শুভকামনা সবসময়,
মরণের পরেও থাকে যেন
একটি সুন্দর পরিচয়।
কল্যাণপুর ঢাকা।
১৬ মে ২০২৩
০২ জ্যৈষ্ঠ ১৪৩০
২৫ শাওয়াল ১৪৪৪