কুটিল লোকের জটিল অঙ্কে
হিসাব মিলা ভার
রক্তারক্তি হানাহানা তাই
বাড়ছে বারংবার॥
স্বার্থে আঘাত লাগলে সেজন
প্রতিপক্ষ করতে নিধন
হত্যা করার পরিকল্পনা আঁটে
যাকে ভাবে শত্রু যেজন॥
আঁধার কালো স্বার্থবাদীর মন
যখন তখন ঝগড়া
একটুও ভাবে না মরণের পর
পুড়াবে তার চামড়া॥
তাওবা করার সুযোগ ফেলে
তাহলে তো ভালো
নইলে বোঝা বইতে বইতে
পরকাল হবে কালো॥
আফসোস করবে হাত কামড়াবে
উৎকণ্ঠিত রবে জনগণ
হিসাবের পরে শাস্তির খবর শুনে
বাড়বে কেবল জ্বালাতন॥